ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন শুনানি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন শুনানি শুরু ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সিলেট: সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন শুনানি শুরু হয়েছে।

রোববার দুপুর ১২টা ০৫ মিনিটে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের এজলাসে এ শুনানি শুরু হয়।



রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) মিসবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জের জেলা দায়রা জজ আদালতের পিপি আকবর হোসেন প্রমুখ।

আসামি পক্ষে আছেন অ্যাডভোকেট মো. লালা, অ্যাডভোকেট নুরুল হক (জেলা বিএনপির আহ্বায়ক), অ্যাডভোকেট আশিক, অ্যাডভোকেট নোমান মাহমুদ, অ্যাডভোকেট আ. গাফফার, অ্যাডভোকেট এমদুল্ল্যাহ শহিদুল ইসলাম শাহিনসহ প্রায় অর্ধশত আইনজীবী।

এর আগে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান ও হবিগঞ্জের বরখাস্ত হওয়া পৌর মেয়র জি কে গউছসহ ১৪ আসামিকে।

রোববার এই হত্যা মামলার চার্জগঠনের ১০ দিন। এর আগে ৯টি তারিখ অতিবাহিত হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এনইউ/আইএ/আরআই/এবি

** সিলেটের আদালতে ‍অারিফুল, বাবর, গউস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।