ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা রাজধানীতে সমাবেশ করেছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের পূর্বপাশে অগ্রণীব্যাংকের সামনে এ সমাবেশ করে।



এ সময় জ্বালানি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের অগ্রণী ব্যাংকের সামনে আটকে দেয়। এরপর সেখানেই বসে পড়ে তারা সমাবেশ করেন।

বাম সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সভাপতিত্ব সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) মানস নন্দী, গণসংহতি আন্দোলনের ফিরোজ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এ সরকার জনগণের সরকার নয়। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বসিয়ে দেওয়া পুতুল সরকার। সে কারণে তারা জনগণের কথা চিন্তা না করে নিত্যপণ্য, বাসভাড়াসহ বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

তারা অভিযোগ করেন, এ সরকার মনে করে তাদের আর জনগণের ভোটের দরকার নেই। সে কারণে তারা ভোটের তোয়াক্কা করছে না। এরা মুখে কৃষকবান্ধব বলে উল্লেখ করলেও বাস্তবে তারা কৃষকবান্ধব নয়।

তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে কৃষি উৎপাদন খরচও বাড়বে।

তাই, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি করেন তারা।

সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেয় ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), বিপ্লবী গণতান্ত্রিক পার্টি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসকেএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।