ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

রাতে খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি রাষ্ট্রদূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
রাতে খালেদার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল মুতাইরি।
 
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হবে।


 
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।
 
এদিকে একই স্থানে রাত ৯টায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।
 
গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি দলের করণীয় সম্পর্কে আলোচনার জন্যই শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বসছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এজেড/এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।