ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছেলের জন্য দেশবাসীর দোয়া চাইলেন মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ছেলের জন্য দেশবাসীর দোয়া চাইলেন মওদুদ ব্যারিস্টার মওদুদ আহমদ

ঢাকা: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ছেলে আমান মমতাজ মওদুদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
 
পরিবারের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান।


 
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমান মমতাজ মওদুদকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে তার অবস্থার অবনতি হয়।
 
এদিকে সোমবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছেলের পাশেই ছিলেন মওদুদ আহমদ।
 
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।