ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সিলেটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

সিলেট: সিলেট নগরীতে মোহন আহমদ মিলন (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রলীগের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে নগরীর খাসদিব এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত মিলন সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খাসদিবের বন্ধন ৩০/বি বাসার শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

ছাত্রলীগ ও শ্রমিক লীগের কতিপয় সন্ত্রাসীরা তার ছেলেকে কুপিয়েছে বলে অভিযোগ মিলনের বাবার। গুরুতর অবস্থায় তাকেওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীদের হাত থেকে ছোট ভাই সানিকে বাঁচাতে গিয়ে মিলন আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র জানায়,  সানির সঙ্গে স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতার বিরোধ চলছিলো। এই বিরোধের জের ধরে সোমবার সকালে ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতারা সানির বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায় এসময় ছোটভাইকে বাঁচাতে মোহন আহমদ মিলন এগিয়ে এলে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, ছাত্রলীগের কিছু ছেলেদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি দলীয়ভাবে আপোষ নিস্পত্তির চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।