ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শিক্ষার্থীদের বিজয়ে ছাত্রদলের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
শিক্ষার্থীদের বিজয়ে ছাত্রদলের শুভেচ্ছা

ঢাকা: ভ্যাটবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষ‍ার্থীদের বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

একইসঙ্গে কম্পিউটারের ওপর ভ্যাট আরোপে হতাশা প্রকাশ করেছেন তারা।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে চাইলে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা যায় এ বিজয়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো। তাই এখন সময় এসেছে শুধু ব্যক্তিকেন্দ্রিক সুবিধা নয় বরং পুরো দেশের সামষ্টিক সুবিধার জন্য গণআন্দোলন গড়ে তোলার।

ছাত্রদল শুরু থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ আন্দোলনে পূর্ণসমর্থন দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও ছাত্রদের যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের সমর্থন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ দুই নেতা।

বিবৃতিতে অবিলম্বে কম্পিউটারের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।