ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার রাতে এমিরেটসে লন্ডন যাচ্ছেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
মঙ্গলবার রাতে এমিরেটসে লন্ডন যাচ্ছেন খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ব্যক্তিগত সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ার লাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
রাত ৮টায় গুলশান ২ নং সেক্টরের ৭৯ নং রোডের ১ নম্বর বাসা ‘ফিরোজা’ থেকে বের হবেন তিনি।


 
সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
এদিকে লন্ডন যাত্রার প্রাক্কালে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অঙ্গ দলের সভাপতি-সেক্রেটারিসহ ঢাকায় অবস্থানরত সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
 
ওই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘ দিন পর বড় ছেলের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও চোখের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সফরটি তার একান্তই ব্যক্তিগত।
 
দলীয় সূত্র জানিয়েছে, এবারের সফর ব্যক্তিগত হলেও ব্রিটেনের ক্ষমতাসীন ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করবেন খালেদা জিয়া। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, পররাষ্ট্র দপ্তরের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।