ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে সিলেট বিভাগ গণদাবি ফোরামের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সমাজকল্যাণ মন্ত্রীর মৃত্যুতে সিলেট বিভাগ গণদাবি ফোরামের শোক

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে সিলেট বিভাগ গণদাবি ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।



বিবৃতিতে শোক জানান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আখলাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট ও ইয়াওর বক্ত চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট ও সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন। মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় বিবৃতিতে।

নেতারা বলেন, তার মৃত্যুতে সিলেটবাসী একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। সিলেটের অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পিআর/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।