ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের আচরণ শিক্ষাবিমুখ মনোভাবের পরিচায়ক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সরকারের আচরণ শিক্ষাবিমুখ মনোভাবের পরিচায়ক

ঢাকা: পে-স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে ও ভ্যাট নিয়ে ছাত্রদের সঙ্গে সরকারের আচরণ শিক্ষাবিমুখ মনোভাবের পরিচায়ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির দপ্তর সম্পাদক এস এম আনছার উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।



বিবৃতিতে তারা বলেন, পৃথিবীর অনেক দেশেই শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল রয়েছে। অথচ বাংলাদেশে পে-স্কেল প্রনয়নে শিক্ষকদের মর্যাদা আগের চেয়েও নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বয়ং অর্থমন্ত্রী শিক্ষকদের জ্ঞানের অভাব বলে এক ধরনের শিষ্টাচার বহির্ভূত ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষা ও উচ্চ শিক্ষাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন দেশে সরকার বিনা বেতন ও ভর্তুকি দিয়ে থাকে। অথচ আমাদের দেশে সরকার ছাত্রদের ওপর ভ্যাট বসিয়ে হিরক রাজার মতো কাণ্ড করে। বেসরকারি বিশ^বিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদের ভ্যাট প্রত্যাহার করা হলেও এর স্থায়ী সমাধান হয়নি। ভবিষ্যতে বেসরকারি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি ফি, টিউশন ফিসহ বিভিন্ন প্রকার ফি বাড়িয়ে পরোক্ষভাবে তা আদায় করে নিতে পারে।

তারা বলেন, সামগ্রিক পরিস্থিতির বিচারে পে-স্কেল নিয়ে শিক্ষকদের সঙ্গে ও ভ্যাট নিয়ে ছাত্রদের সঙ্গে সরকারের আচরণ শিক্ষাবিমুখ মনোভাবের পরিচায়ক।

সরকারকে অবিলম্বে এ নীতি পরিহার করে শিক্ষকদের পে-স্কেল, পদ মর্যাদা এবং ছাত্রদের ভ্যাট সংক্রান্ত বিষয়ের স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।