ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরের সদরপুরে বিএনপির পাল্টাপাল্টি কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ফরিদপুরের সদরপুরে বিএনপির পাল্টাপাল্টি কমিটি গঠন


ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার একটি ইউনিয়নে পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে বিএনপির দু’টি গ্রুপ। উপজেলার ঢেউখালী ইউনিয়নে এ পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনা ঘটেছে।


 
বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান, ফরিদপুর জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এর একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এবং অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া।

উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুই নেতার অনুসারীদের বিরোধ চরম আকার ধারণ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সমর্থকরা ঢেউখালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সম্মেলনের মাধ্যমে মোজাফফর হোসেন চাকলাদারকে সভাপতি ও মো. তোতা  বয়াতিকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করে। কামাল ইউসুফের সমর্থক উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান খানের নেতৃত্বে এ পাল্টা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের  মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে হাকিম সরদারকে সভাপতি ও টুকু মুন্সীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ঢেউখালী ইউনিয়ন বিএনপির একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক মিয়া শাহজাদা সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান জানান, ওরা আমাদের দলের কেউ না। দল থেকে ওদের বহিস্কার করা হয়েছে। আমরা কখনও কোনো পকেট কমিটি করিনি, দলের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়েই কমিটি করা হয়েছে।  

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন, ওরা বিএনপির পকেট কমিটি বাস্তবায়নের কারিগর। পকেট কমিটির গুটিকয়েক ব্যক্তি ছাড়া আর কেউ নেই ওদের সঙ্গে। এ কারণে পকেট কমিটির জায়গায় আমরা প্রকৃত বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢেউখালী ইউনিয়ন কমিটি করেছি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির চার নেতা বলেন, এই পাল্টাপাল্টি কমিটি গঠনের খেলায় দলের ভাবমূর্তি নষ্ট হবে, দুর্বল হবে দল, মুখ থুবড়ে পড়বে সাংগঠনিক কার্যক্রম।

এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের নেতৃত্বে দু’টি করে আটটি পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।