ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র সংগ্রামের বিজয় থেকে বিরোধী রাজনীতিকদের শেখার আছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ছাত্র সংগ্রামের বিজয় থেকে বিরোধী রাজনীতিকদের শেখার আছে শফিউল আলম প্রধান

ঢাকা: শিক্ষায় ভ্যাটবিরোধী আন্দোলন করে সাধারণ ছাত্ররাই শেষ পর্যন্ত সফল, ছাত্র সংগ্রামের এই বিজয় থেকে বিরোধী রাজনীতিকদের অনেক কিছু শেখার আছে বলে মন্তব্য ২০ দলীয় জোটনেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্পূর্ণ অনৈতিক ও স্বৈরাচারী কায়দায় চাপিয়ে দেওয়া ভ্যাটের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের এই সংগ্রাম ছিল শিক্ষার জন্য সংগ্রাম, অভিভাবকদের পক্ষের সংগ্রাম, বিজয়ের সংগ্রাম।

প্রধান বলেন, ইতিহাস আবারও প্রমাণ করেছে, বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু ছাত্ররা ধরলে ছাড়ে না। শেষে জয় শিক্ষার্থীদেরই হলো।

তিনি বলেন, ছাত্র সংগ্রামের এই বিজয় থেকে বিরোধী রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।