ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বাম মোর্চার পদযাত্রা শুক্রবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বাম মোর্চার পদযাত্রা শুক্রবার

ঢাকা: গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বাস-সিএনজির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পদযাত্রা করবে গণতান্ত্রিক বাম মোর্চা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় তারা এ কর্মসূচি পালন করবে।



সোমবার (১৪ সেপ্টেম্বর) বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যালয়ে গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট বাতিল হওয়ায় আন্দোলন করা শিক্ষার্থীদের সফল বলে আখ্যা দেওয়া হয়। আর সমালোচনা করা হয় শিক্ষায় ভ্যাটের সরকারি সিদ্ধান্তের।

বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, মোশরেফা মিশু, অ্যাডভোকেট আব্দুস সালাম, নজরুল ইসলাম, হামিদুল হক, অ্যাডভোকেট আব্দুস সালাম, নজরুল ইসলাম, হামিদুল হক, মানস নন্দি, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, কামরুল আলম সবুজ, ফখরুদ্দীন কবির আতিক, মোমিনুর রহমান মমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।