ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জাবিতে ২ শিশু শ্রমিককে পেটালেন ছাত্রলীগ নেতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
জাবিতে ২ শিশু শ্রমিককে পেটালেন ছাত্রলীগ নেতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই শিশু শ্রমিককে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আল বেরুনী (সম্প্রসারিত ভবন) হল শাখার দফতর সম্পাদক শাহরিয়ার আবুল খায়ের নেহাল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় নুরুর দোকানে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার আবুল খায়ের রাতে তার বান্ধবীকে নিয়ে নুরুর দোকানে খেতে আসেন। এ সময় সে দোকানের শিশু শ্রমিক ফয়সালকে পাশের লিটনের দোকান থেকে কোক আনতে বলেন। ফয়সাল কোক আনতে গিয়ে দোকান বন্ধ পায়। সে কথা শাহরিয়ার আবুল খায়েরকে এসে বললে তিনি ফয়সালকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং দোকানের আরেক শিশু শ্রমিক নূর হোসেনকে পুনরায় কোক আনতে পাঠান। নূর হোসেনও ফিরে এসে দোকান বন্ধ থাকার কথা জানান। এতে শাহরিয়ার আবুল খায়ের ক্ষুব্ধ হয়ে দোকানের সামনে রাখা জ্বালানির লাকড়ি দিয়ে ফয়সাল (১৪) ও নূর হোসেনকে (১৫) বেধড়ক পেটাতে থাকেন।

পরে অন্য শিক্ষার্থীরা এসে ফয়সাল ও নূর হোসেনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পাঠান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শাহরিয়ার আবুল খায়ের নেহাল বাংলানিউজের কাছে শিশু শ্রমিকদের মারধরের কথা অস্বীকার করেন।

তবে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ বাংলানিউজকে বলেন, ঘটনাটি আমি শুনেছি। দোকান মালিক আমার কাছে এসেছিলেন। আমি তাদের বলেছি, তারা যেভাবে চাইবেন, সেভাবেই বিচার হবে।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।