ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে নোয়াখালী বিএনপির শোক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মওদুদ আহমদের ছেলের মৃত্যুতে নোয়াখালী বিএনপির শোক আমান মমতাজ মওদুদ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় (বাংলাদেশ সময়) এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যান আমান মমতাজ মওদুদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্যারিস্টার মওদুদ আহমদের একমাত্র ছেলে আমানের মৃত্যুতে নিজ জেলা নোয়াখালী বিএনপির নেতাকর্মীরা গভীর শোকাহত।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।