ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি-জামায়াত জোট কর্তৃক পুড়িয়ে মানুষ হত্যা, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও বগুড়াসহ দেশব্যাপী নাশকতার মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অনীহার প্রতিবাদে এবং অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পী, শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।   

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।