ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আইসিইউতে মুসলিম লীগ সভাপতি নুরুল হক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইসিইউতে মুসলিম লীগ সভাপতি নুরুল হক

ঢাকা: বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আলহাজ নুরুল হক মজুদার গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে ইবনেসিনা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।



মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে দলের প্রচার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বাংলানিউজকে বলেন, মুসলিম লীগের পক্ষ থেকে মহাসচিব কাজী আবুল খায়ের ও তার পরিবার দেশবাসীর কাছে আরোগ্য কামনা করে দোয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। তার অবস্থা এখনও ভালো নয়, চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তাকে দেখার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান, মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, অতিরিক্ত মহাসচিব আলহাজ মো. হাসান সালাম সেলিম, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা. হাজেরা বেগমসহ সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের বেশ কয়েকজন আইনজীবী, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা হাসপাতালে ছুটে আসেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।