ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

আমান মওদুদের মৃত্যুতে ন্যাপ’র শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আমান মওদুদের মৃত্যুতে ন্যাপ’র শোক আমান মওদুদ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেলে আমান মওদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক প্রেস বিবৃতিতে এ শোক জানান।



শোকবার্তায় নেতারা মরহুম আমান মওদুদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আমান মওদুদের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন পার্টির ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু।

অসুস্থ থাকা আমান মমতাজ মওদুদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পথে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এয়ার অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। মৃত্যুকালে আমানের বয়স হয়েছিল ৩৮ বছর।
 
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।