ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মহান শিক্ষা দিবসে বগুড়ায় ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মহান শিক্ষা দিবসে বগুড়ায় ছাত্রফ্রন্টের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মহান শিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার নেতাকর্মীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস ঘুরে সমাবেশ করে।

এতে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্ট কলেজ শাখার আহ্বায়ক পলাশ কর্মকার।

সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন। এছাড়াও জেলা শাখার সভাপতি শীতল সাহা, সাধারণ সম্পাদক বনানী রায় ববি, কলেজ শাখার নেতা নওশীন মুস্তারী সাথী, তাপস রায়, রাসেল শেখ, ভদ্র মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।