ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি লাকি, সাধারণ সম্পাদক শুভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি লাকি, সাধারণ সম্পাদক শুভ

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে লাকি আক্তারকে সভাপতি ও জি এম জিলানী শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



সংগঠনের ৩৭তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুক্তিভবনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আবু তারেক সোহেল, লিটন নন্দী, জাহিদ ইসলাম সজিব, শাহীন হাওলাদার, তন্ময় ধর, মিথুন রায়, শিমুল কান্তি বৈষ্ণব, শেখ সাদ নূর অপি।

সহকারী সাধারণ সম্পাদক- সিয়াম সারোয়ার জামিল, তুহিন কান্তী দাস, আল আমিন, অনিক রায়।

সাংগঠনিক সম্পাদক- সুমন সেন গুপ্ত, কোষাধ্যক্ষ ফয়েজউল্লাহ, দফতর সম্পাদক জ্যোর্তিময় চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জি এম রাব্বি।

বিজ্ঞান প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন দিপক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমেন চক্রবর্তী টিপু, সাংস্কৃতিক সম্পাদক কাজী রিতা, ক্রীড়া সম্পাদক ঋদ্ধ অনিন্দ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান।

সদস্যরা হলেন- হাসান তারেক, আব্দুল হালিম, নিহার সরকার অঙ্কুর, মাহমুদা খাঁ, তানভীর রিয়াজ, অর্পিতা সুলতানা, রইসুজ্জামান, সৌরভ দেব, মেহেদী হাসান নোবেল, খ ম মিরাজ, রিয়াজ হোসেন, শারমিন জাহান পপি, সোহেল রানা, সুশান্ত ওঝা, রাতুল উজ জামান, নাদিম মাহমুদ, মিনহাজুল আবেদীন।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বরু) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনের ৩৭তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন নিসর্গী বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা। এবারের সম্মেলনে প্রায় সাড়ে পাঁচশ’ প্রতিনিধি পর্যবেক্ষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।