ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

যশোরে আটক ছাত্রলীগ নেতার মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
যশোরে আটক ছাত্রলীগ নেতার মুক্তি দাবি

যশোর: ইয়াবা ট্যাবলেটসহ আটক যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ আউয়ালের মুক্তি দাবি করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ছাত্রলীগের এক লিখিত বিবৃতিতে এ দাবি করা হয়।

 
 
বিবৃতিদাতারা হলেন- উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেহমান জেমাম বাবু, যুগ্ম-আহ্বায়ক বায়জীদ হোসেন, ইয়ারুল ইসলাম, বি এম শাহজালাল, টিপু সুলতান, সদস্য রাকিব হোসেন, আবু রাসেল তান্না, টিটো আহম্মেদ, কিশোর বিশ্বাস, মহিদুল ইসলাম, সুজন মাহমুদ, সাজ্জাদ হোসেন প্রমুখ।
 
এতে উল্লেখ করা হয়, ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ছাত্রলীগ নেতা আউয়াল পরিশ্রমী, সৎ ও মেধাবী ছাত্রনেতা। তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।  
 
ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও আটক নেতার মুক্তির দাবি জানানো হয় বিবৃতিতে।  
 
এর আগে ১২ সেপ্টেম্বর র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের সদস্যরা উপজেলার চাড়াভিটা বাজার থেকে ছাত্রলীগ নেতা আউয়ালকে ১৬৩ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করে। পরে, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।