ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর সিপিবি

বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোর দাবিতে মহাসড়কে অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
বিদ্যুৎ-গ্যাসের দাম কমানোর দাবিতে মহাসড়কে অবস্থান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল রাজবাড়ী রাস্তার মোড়ে এ কর্মসূচি পালিত হয়।


  
কর্মসূচি চলাকালে জেলা সিপিবির সভাপতি কানাই লাল গাঙ্গুলীর সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুজ্জামান লায়েক, জেলা সিপিবির অরুণ কুমার শীল, মান্নান ফকির, বেলায়েত হোসেন, কেরামত আলী প্রমুখ।
  
বক্তারা বলেন, বিশ্ব বাজারে যখন তেলসহ জ্বালানি সামগ্রীর দাম কমে যাচ্ছে সে সময় গ্যাস ও বিদ্যুতের মুল্যবৃদ্ধি কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এ দাম গরিবের ঘাড়ে বোঝা হয়ে চাপবে। গণতান্ত্রিক কোনো সরকারের কাছ থেকে এ জাতীয় আচরণ প্রত্যাশা করা যায় না।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।