ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

একরাম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
একরাম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

ফেনী: আবদুল কাইয়ুম (২৫) নামে ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শহরের রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।



আবদুল কাইয়ুমের বাড়ি শহরের বিরিঞ্চ এলাকায়।

ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে আবদুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়েছে। তিনি এতোদিন পলাতক ছিলেন।
 
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামের মৃতদেহসহ তাকে বহনকারী গাড়ি আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় এর আগে গ্রেফতারকৃত ৪০ জন কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।