ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সাভার যুবলীগের ত্রি-বার্ষিক কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
সাভার যুবলীগের ত্রি-বার্ষিক কমিটি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সেলিম মন্ডলকে সভাপতি ও নাছির আহম্মেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার বাসস্ট্যান্ডে আমিন কমিউনিটি সেন্টারে সাভার উপজেলা যুবলীগের সম্মেলনে তিন বছর মেয়াদে কমিটি ঘোষণা করেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি আজম খান বারকু।



উপজেলা যুবলীগের সম্মেলনে আহ্বায়ক সেলিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।

এনামুর বলেন, যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য সংগঠন। এই ধারা অব্যাহত রেখে আগামীতে আরও বেশি শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।