ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

জামিনে মুক্তি পেলেন মিনু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
জামিনে মুক্তি পেলেন মিনু মিজানুর রহমান মিনু / ফাইল ফটো

রাজশাহী: উচ্চ আদালতে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী নগর বিএনপি সভাপতি মিজানুর রহমান মিনু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি মিনুর জামিনের কাগজপত্র আসে।



এরপর হাসপাতালে তার কেবিনে নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়। তবে অসুস্থ থাকায় এখনও হাসপাতালের এক নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন মিনু।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উচ্চ আদালত বিএনপি নেতা মিনুর জামিন মঞ্জুর করেছেন। জামিনের কাগজপত্র বুধবার বিকেলে কারাগারে এসে পৌঁছায়। রাত ৮টার দিকে কারাগার থেকে তাকে মুক্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর দুপুরে বুকে ব্যথা অনুভব করলে কারাগার থেকে মিনুকে রামেক হাসপাতলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বাংলানিউজকে জানান, হাইকোর্ট থেকে মিজানুর রহমান মিনুর জামিন দেওয়া হয়েছে। কিন্তু তিনি এখনও অসুস্থ্য থাকায় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে নাশকতার সাতটি মামলায় গত ১৩ জুলাই রাজশাহী আদালতে জামিন আবেদন করেন মিজানুর রহমান মিনু।

কিন্তু জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এরপর গত ২৩ আগস্ট নাশকতার মামলায় কারাগারে আটক থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে আদালতে হাজির করে পুলিশ। এসময় জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।