ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

আমলাতন্ত্রই ১৫ আগস্টের জন্মদাতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আমলাতন্ত্রই ১৫ আগস্টের জন্মদাতা ছবি: জি এম মুজিবর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমলাদের দিয়ে দেশের উন্নয়ন হবে না। আমলাতন্ত্রই ১৫ আগস্টের জন্মদাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।



বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনএফ’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্র ফ্রন্ট’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ছাত্র সমাবেশে এ কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, সংসদীয় তদন্ত কমিটি গঠন করে ১৫ আগস্টের খুনের উৎস বের করতে হবে। ২১ আগস্টের খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। বঙ্গবন্ধু কন্যাকে তেল দিয়ে আপনারা (খুনি) পার পেয়ে যাবেন, বিএনএফ এটা হতে দেবে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার পিতার চামড়া দিয়ে যারা ডুগডুগি বাজাতে চেয়েছেন, তারাই আপনার নেতৃত্বে এই সরকারের সঙ্গে আছে। শর্ষের মধ্যে ভূত আছে। আমরা আপনার জীবন নিয়ে শঙ্কিত। তারপরও আমরা আপনার পাশে থাকবো।

এ সময় তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি-সন্ত্রাস বন্ধে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

বিএনএফ সভাপতি আরও বলেন, আমাদের কাজ হচ্ছে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব তৈরি করে দেওয়া। এখনও বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প মনে করা হয়। এই মুহূর্তে এটা সঠিক। কারণ, বিএনএফ এখনো শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড়াতে পারেনি। আগামী সংসদে বিএনএফ-ই আওয়ামী লীগের বিকল্প অবস্থান তৈরি করবে। সেই লক্ষ্যে ছাত্র ফ্রন্টকে শক্তিশালী হতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষক ফ্রন্টের আহ্বায়ক আবু হামিদ রেজা, শ্রমিক ফ্রন্টের আতিকুর রহমান নাজিম, যুব ফ্রন্টের আহ্বায়ক এ ওয়াই এম কামরুল ইসলাম, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সৈয়দ মাহবুব আজাদ শাওন, সদস্য সচিব সজীব কায়সার মিথুন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এসইউজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।