ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে ১৭ ককটেলসহ শিবিরের ১৫ কর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
শিবগঞ্জে ১৭ ককটেলসহ শিবিরের ১৫ কর্মী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের লজিরটোলা গ্রাম থেকে ১৭টি তাজা ককটেল, আড়াইশ’ গ্রাম গানপাউডার ও তিনটি দেশি অস্ত্রসহ শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দলের গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জেলা শিবিরের অর্থ সম্পাদক ও শিবগঞ্জ পৌর শিবিরের সাবেক সভাপতি আল-আমিন রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ময়নুল ইসলাম জানান, বিকেলে বিনোদপুরের খাসেরহাট-লজিরটোলা গ্রামে শিবিরের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্রসহ শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫/আপডেট: ১৬১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।