ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন এ দাবি করেন পরিষদ নেতারা।



মানবন্ধনে বক্তারা বলেন, সরকার ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। অবিলম্বে তাকে ফেরত দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে ইলিয়াস আলীকে ফেরত দিতে সরকারকে বাধ্য করা হবে।

এ সময় বক্তব্য রাখেন- বিএনপি নেতা শেখ মো. মকন মিয়া, অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, ফরহাদ চৌধুরী শামীম, তারেক কালাম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল ওয়াহিদ সুহেল, দিপক রায়, জাকির হোসেন ইলিয়াস প্রমুখ।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর থেকে তার আর কোনো হদিস পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এনইউ/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।