ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা শেখ হাসিনা, রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ ও খালেদা জিয়া

ঢাকা: বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তার পক্ষ থেকে রওশন, এরশাদ ও খালেদার দফতরে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।



দুপুরে রওশন ও এরশাদের সংসদ সচিবালয় কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এসএম খুরশিদ-উল-আলম।

দফতরে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম তার পক্ষে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন। আর হুসেইন মুহম্মদ এরশাদের দফতরে শুভেচ্ছা কার্ডটি গ্রহণ করেন তার সহকারী একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম।

এরপর বিকেল সাড়ে ৫টায় নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা কার্ড নিয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির একদল প্রতিনিধি। এ শুভেচ্ছা কার্ড খালেদার পক্ষে গ্রহণ করেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫/আপডেট ১৮৫২ ঘণ্টা
এইচএ/এমএমকে

** খালেদ‍াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
** এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।