ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বকশীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
বকশীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

ঢাকা: রাজধানীর বকশীবাজারের আলীয়া মাদ্রাসার আল্লাহমা কাশগরি হলের ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

নতুন কমিটি গঠনের কার্যক্রম নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে।

এতে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
 
আহতরা হলেন-মাহমুদুল হাসান, রাকিব, বাবু, ফেরদৌস, জুলহাস ও আমিরুল। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

আহত আমিরুল বাংলানিউজকে জানান, আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের কর্যক্রম চালাতে গিয়েই এই মারামারির ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।