ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

দেশের স্বার্থেই লন্ডনে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
দেশের স্বার্থেই লন্ডনে খালেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ষড়যন্ত্র নয়, দেশের স্বার্থ রক্ষার জন্যই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন গিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান ‍অতিথির বক্তব্যে তিনি এ কথা জান‍ান।


 
হান্নান শাহ বলেন, খালেদা জিয়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতেই লন্ডন গিয়েছেন।

‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার ভুমিকা’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে জিয়া পরিষদ।

হান্নান শাহ বলেন, দেশের সমস্যা, দেশের ভবিষ্যৎ এবং দলের অভ্যন্তরীন বিষয় নিয়ে আলোচনা করতে লন্ডনে গিয়েছেন খালেদা জিয়া।

তিনি বলেন, দেশটা বৃহৎ কারাগারে পরিণত হয়েছে। এই কারাগারে থেকে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে না। সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধংস করছে।

জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহকারী মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এজেডকে/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।