ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

এ সরকারের আমলে নৌ দুর্ঘটনা কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এ সরকারের আমলে নৌ দুর্ঘটনা কমেছে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

বরিশাল: বর্তমান সরকার নৌ খাতে সেবার মান আর‍ও বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় পূর্বের যেকোনো সময়ের তুলনায় নৌ-পথে যাত্রীসেবার মানোন্নয়ন হয়েছে, দুর্ঘটনার হারও কমেছে।



শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নৌ-বন্দর টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বরিশাল লঞ্চঘাটকে আধুনিক নৌ-বন্দর করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রীসেবাতেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই ভবনকে আরও বড় করে মসজিদ এবং মার্কেট যুক্ত করা হবে। ইতোমধ্যে সে পরিকল্পনাও শেষ হয়েছে।

তিনি বলেন, বিগত ৪ দলীয় জোট সরকারের আমলে নৌ-পথে ১ বছরে সর্বোচ্চ ৩১টি ও সর্বোনিম্ন ২০টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর এই সরকারের আমলে সর্বোচ্চ ১৬টি এবং ২০১৩-১৪ সালে সর্বোনিম্ন ৫টি করে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চলতি বছরে এখন পর্যন্ত ১টি দুর্ঘটনা ঘটেছে। আশা করা যাচ্ছে এ বছর আর নতুন কোনো দুর্ঘটনা ঘটবে না।

এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাড. তালুকদার মো. ইউনুস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।