ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় নেতাদের মুক্তির দাবিতে এনডিপির আল্টিমেটাম

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
জাতীয় নেতাদের মুক্তির দাবিতে এনডিপির আল্টিমেটাম

ঢাকা: আসন্ন ঈদুল আজহার আগেই ২০ দলীয় জোটের নেতাদের মুক্তি দেওয়া না হলে আগামী ৩ অক্টোবর গণঅনশন করবে বলে আল্টিমেটাম জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপির)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে আল্টিমেটাম ঘোষণা করেন।



এতে বলা হয়, পবিত্র ঈদ‍ুল আজহার আগেই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আগামী ৩ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণঅনশনের কর্মসূচি পালন কর‍া হবে।

গণতান্ত্রিক এ আন্দোলনে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের গণঅনশনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।