ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

গাংনী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
গাংনী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল রেজাউল হক ও আসাদুজ্জামান বাবলু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমজাদ হোসেন।



দুপুরের দিকে রেজাউল হককে সভাপতি ও আসাদুজ্জামান বাবলুকে সাধারণ সম্পাদক করে গাংনী উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুর রউফ মাস্টার,  জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইনসু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নওশাদ আলী, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।