ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

বদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
বদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

রংপুর: বদরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ এমদাদুল হক ভরসা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলি সরকার, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হয়েছেন সাখাওয়াত হোসেন শাহান।

এছাড়া পৌর বিএনপির সভাপতি হয়েছেন হুমায়ুন কবির মানিক, সাধারণ সম্পাদক হিসেবে সেলিম লোহানী কমল নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।