ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

আমানের জন্য মওদুদের বাসায় দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আমানের জন্য মওদুদের বাসায় দোয়া মাহফিল

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে মওদুদ আহমদের বাসায় এ দোয়া মাহফিল হয়।



দোয়া মাহফিলে ব্র্যাক’র প্রধান স্যার ফজলে হাসান আবেদ, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, শিক্ষাবিদ অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, সাবেক ডেপুটি স্পিকার অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী, রাজনীতিক আ স ম আবদুর রব, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, মাঈদুল ইসলাম মুকুল, শহীদুল হক জামাল, নজির হোসেন, সাবেক নিবার্চন কমিশনার ছহুল হোসাইন, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, মাহবুব উল্লাহসহ সাংসদ, অবসরপ্রাপ্ত সচিবসহ বিভিন্ন পেশাজীবী নেতারা অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, জয়নাল আবেদীন, আমীনুল হক, আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, নুর মোহাম্মদ খান, টিআই গিয়াসউদ্দিন, আশরাফ উদ্দিন নিজাম, হারুন অর রশীদ, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, শায়রুল কবির খানসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।

২০ দলীয় জোটের আবদুল লতিফ নেজামী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আন্দালিব রহমান পার্থ, খোন্দকার গোলাম মূর্তজা, মোস্তাফিজুর রহমান ইরান, ফরিদুজ্জামান ফরহাদ, সাহাদাত হোসেন সেলিম, মসিউল আলম, শামীম সাঈদী, এস এম কামাল উদ্দিন, গোলাম মোস্তফা ভুঁইয়া, এ এস এম আলম, আহসান হাবিব লিংকন প্রমুখ দোয়ায় অংশ নেন।

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়ার পথে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মারা যান আমান মমতাজ মওদুদ। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কফিন ঢাকায় আনা হয়। তাকে ফরিদপুরে নানা কবি জসিম উদদীনের কবর প্রাঙ্গণে নানী মমতাজ জসিম উদদীনের কবরের পাশে দাফন করা হয়েছে। নানীর কবরের পাশে আমানের বড় ভাই আসিফ মওদুদকেও সমাহিত করা হয়েছে। ১৯৮০ সালের ৩০ মার্চ মওদুদ আহমদের বড় ছেলে আফিস মওদুদ ১২ বছর বয়সে মারা যান।

মিলাদে পর্দার আড়ালে আমানের মা হাসনা মওদুদ, খালা আসমা তৌফিক চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল, বেলা’র নিবার্হী পরিচালক রেজোয়ানা চৌধুরীসহ নেতাদের স্ত্রীরা অংশ নেন।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারতের মেগালয়ে অবস্থানরত যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ টেলিফোনে ব্যারিস্টার মওদুদের সঙ্গে কথা বলে শোক প্রকাশ করেন।
 
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এজেড/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।