ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর হয়ে ফিরছেন ফখরুল

নিউইয়র্ক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর হয়ে ফিরছেন ফখরুল

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।

নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর গিয়ে সেখানে দু’একদিন অবস্থান শেষে ঢাকায় পৌঁছাবেন ফখরুল।  

জেএফকে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান ভুইঁয়া মিলটন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, ঢাকার সাবেক কমিশনার মোশারফ হোসেন খোকন, মির্জা ফখরুলের বন্ধু রফিকুল ইসলাম, ভাগ্নে রফিকুল ইসলাম ডলার প্রমুখ।

বিমানবন্দরে ফখরুল বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রাম করছে, তাতে তারা সফল হবে। আর বিএনপিও বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন চালানোর চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, দেশের মানুষ অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রাম করছে, বাংলাদেশে গণতন্ত্রের জন্য স্পেস দরকার। সে স্পেস হলে মানুষ তার অধিকার আদায় করতে পারবে। দেশে যে অচলাবস্থা চলছে, তার অবসান হবে।

কারাগার থেকে জামিনে মুক্তিলাভের পর উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে আসেন ফখরুল।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।