ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যা-ধর্ষণের বিস্তার সরকারের নিয়ন্ত্রণহীনতার পরিচায়ক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
হত্যা-ধর্ষণের বিস্তার সরকারের নিয়ন্ত্রণহীনতার পরিচায়ক

ঢাকা: হত্যা ধর্ষণের ব্যাপক বিস্তার প্রশাসনে সরকারের নিয়ন্ত্রণহীনতারই পরিচায়ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দলটির পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।



তারা বলেন, প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটে চলেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলে ছেলের সামনে মাকে বিবস্ত্র ও ধর্ষণ আদিম বর্বরতাকেও ছাড়িয়ে গেছে।

এ বিষয়ে প্রতিবাদকারী জনতার উপর পুলিশ গুলি করে হত্যার ঘটনা দেশের রাজনীতির জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনতে পারে বলে তারা মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।