ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে শিবিরের ৬ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিরোজপুরে শিবিরের ৬ নেতা আটক ছবি : প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরে গোপন বৈঠক থেকে শিবিরের ছয় থানা সভাপতিকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নামাজপুর থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- সদর উপজেলার নামাজপুর এলাকার মৃত. আব্দুল খালেকের ছেলে সজিব হোসেন জাহিদ (২২), সদর উপজেলার আলামকাঠী গ্রামের জাকির শেখের ছেলে নকিব নসরুল্লাহ (১৯), মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ঈসমাইল মোল্লা (২৩), ভাণ্ডারিয়া উপজেলার বলইবুনিয়া গ্রামের অব্দুল মান্নানের ছেলে শামীম হাসান (২৬), একই উপজেলার গৌরিপুর গ্রামের টিপু সুলতানের ছেলে আব্দুল আল মাসুদ (১৮), কাউখালী উপজেলার কলইবুনিয়া গ্রামের আ ন ম শহিদুল ইসলামের ছেলে রাকিবুর হাসান (২২)।
 
তারা সদর, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া ও কাউখালী উপজেলার বিভিন্ন সাংগঠনিক থানার সভাপতি বলে জানা গেছে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর থানা পুলিশের একটি দল নামাজপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় পুলিশ সেখান থেকে কিছু বইপত্র ও লিফলেট উদ্ধার করে। আটকরা সবাই থানা শাখার সভাপতি।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, গোপন বৈঠক চলছিল -এ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
তবে, জেলা শাখা শিবির সভাপতি জাবের হাসান জানান, তারা কোরবানি সংক্রান্ত মিটিং করছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।