ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল নেতার বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
ছাত্রদল নেতার বাসায় পুলিশি তল্লাশির নিন্দা

ঢাকা: ‍ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজের বাসায় পুলিশি তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।



বিবৃতিতে নেতারা বলেন, রাত-বিরাতে ছাত্রদল নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করছে পুলিশ। এ সময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও অমানবিক আচরণ করা হয়। যা একটি গণতান্ত্রিক দেশে কোনো মতেই কাম্য নয়।

এ ধরনের ঘটনা চলতে থাকলে দেশের ছাত্র জনতা আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে বলেও মনে করেন তারা।

তাই অবিলম্বে তল্লাশির নামে নেতা-কর্মীদের বাসায় এ ধরনের আক্রমনাত্মক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।
 
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।