ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা-তারেক আর স্থান পাবেন না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
খালেদা-তারেক আর স্থান পাবেন না ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান আর কখনও স্থান পাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তবে মা-ছেলে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে ত্যাগ করেন, তবে আবার সুযোগ পাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘জাতীয় শোক দিবস-২০১৫’ উপলক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সংগঠনের সভাপতি ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন ও সংগঠনের অন্য নেতারা।

ইনু বলেন, আর যাতে ইতিহাস হত্যা না হয়, বঙ্গবন্ধুকে নির্বাসনে যেতে না হয়, তাই খালেদা জিয়া ও তারেক রহমানের জায়গা এ দেশের রাজনীতিতে হবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দেশ স্বাধীনের মূল ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের দালাল চক্রের প্রেতাত্মারাই ফারুক, ডালিম, মুস্তাক হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন।

ইনু বলেন, গণতন্ত্রে কখনও মিটমাট হয় না। এসপার বা ওসপার করে নিতে হয়। যেভাবে ৫২ ও ৭১-এ হয়েছে। গণতন্ত্রকে যারা নির্বাসনে পাঠাতে চান, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। খুনীদের যারা হালাল করতে চান, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

চিকিৎসকদের আয়োজনের এ সভায় ইনু বলেন, যে চিকিৎসকরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের তালিকা রয়েছে ৮৮ জনের। যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন সে তালিকাটিও হওয়া দরকার।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।