ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির সঙ্গে সমঝোতা নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
‘বিএনপির সঙ্গে সমঝোতা নয়’ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আগ্রহী নয় সরকার। বিশেষ করে, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সখ্যতাই সরকারকে বিএনপি বিমুখ করেছে।



শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

‘জাতীয় শোক দিবস-২০১৫’ উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা চিকিৎসক পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, ‘শুনলাম, বিএনপি একটি প্রেস ব্রিফিং-এ সমঝোতার কথা বলেছে। কিন্তু তাদের সঙ্গে সমঝোতার কিছু নেই। সমঝোতা হবে জনগণের সঙ্গে।
স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যারা চলে, তাদের সঙ্গে সমঝোতা নয়। ’

এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট নির্ধারণ ভুল সিদ্ধান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভুল করলে ভুল সংশোধন করতেও আমরা জানি। বেসরকারি ছাত্র-ছাত্রীদের ফি’তে ভ্যাট নির্ধারণ করেছিলাম। পরে সেটি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রমাণ করেছেন, সবার স্বার্থে তিনি (প্রধানমন্ত্রী) সিদ্ধান্ত নেন। ’

‘২০১৯ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি। এরপর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কে এসেছে বা আসেনি, তাতে কিছু যায় আসে না.’ বলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা নাসিম।

সংগঠনের সভাপতি ডা. মো. সিরাজুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী ইনুকে সম্বোধন করে ১৪ দল সমন্বয়ক নাসিম বলেন, ১৪ দল ছিল, আছে, থাকবে একসঙ্গে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে একসঙ্গে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।