ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
সিলেট জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবি

সিলেট: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। বাতিল না করলে পদবীধারী নেতাদের বিরুদ্ধে রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।



শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।

গত বছরের ১৮ সেপ্টেম্বর কমিটি গঠনের পর ছাত্রদলের বিদ্রোহীরা রাজপথে নেমে এর তীব্র প্রতিবাদ জানায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এ অবস্থায় কমিটি গঠনের এক বছর পর তারা একই দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটির ১ বছর অতিবাহিত হলেও কমিটির পদবীধারীরা দলের ত্যাগী, পদবঞ্চিত এবং মূলধারার নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তাদের স্বাভাবিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

ওয়ার্ড, উপজেলা এবং কলেজ পর্যায়ে কোনো কমিটি গঠন হয়নি। তারা যেখানেই কমিটি করতে গেছেন সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেক উপজেলায় পাল্টা কমিটি হয়েছে।

এছাড়া কমিটির নেতারা লোক দেখানো কিছু ফটোসেশনেই ব্যস্ত ছিলেন। তারা রাজপথের আন্দোলন সংগ্রামে নেই। পদবীধারীরা সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং তৃণমূল নেতাকর্মীর সঙ্গে কোনো সমন্বয়ই করতে পারেনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা গ্রেফতার হলেও জেলা ও মহানগরের পদবীধারীরা কোনো নিন্দা জানাননি। বরং তারা বহাল তবিয়তে প্রকাশ্যে চলাফেরা করছেন।

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি ঘোষণা করা হয়।   দাবিগুলো হল- খালেদা জিয়া ও তারেক রহমানসহ দেশের হাজার হাজার নেতাকর্মীর উপর দায়ের করা মামলা প্রত্যাহার, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসানসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ এম ইলিয়াছ আলী এবং সিলেটের ছাত্রনেতা ইফতেখার হোসেন দিনারসহ সকল গুম হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, নেতাকর্মীর বাসায় বেআইনীভাবে পুলিশি তল্লাশি বন্ধ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বেআইনি ভাবে বাঁধা দিতে পারবে না।

এ দাবি মানা না হলে সিলেটের ছাত্রদল তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা রোজাউল করিম নাচন, লোকমান আহমদ, আব্দুল মজিদ, অর্জুন ঘোষ, এখলাছুর রহমান মুন্না, নাজিম উদ্দিন পান্না ও লিটন আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।