ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলা জেলা যুবদলের আহ্বায়ক কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ভোলা: বর্ধিত সভার মাধ্যমে ভোলা জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সর্বসম্মতিক্রমে তরিকুল ইসলাম কায়েদকে আহ্বায়ক এবং জামাল উদ্দিন লিটন ও মো. কবির হোসেনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
 
আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, সিনিয়র সহ সভাপতি আমিনুল আলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক রাইসুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক ও পৌর ৫ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর বশির আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, সাধারণ মাজাহারুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদু, ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন প্রমুখ।

সভায় বক্তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরো গতিশীল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।