ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫

ঢাকা: বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার (২২ অক্টোবর)। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



এর মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা ও সাংগঠনিক সপ্তাহ উদযাপন। বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এসব কথা জানান পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।

১৯৭৪ সালে শ্রমজীবি খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই দলটির জন্ম।

পার্টির কর্মসূচির মধ্যে রয়েছে
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও মরহুম আবদুর মতীনের মাগফেরাত কামনায় দোয়া।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা অনুষ্ঠান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আক্টোবর ২১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।