ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ এগোচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ এগোচ্ছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

সিলেট: কোনো অশুভ শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ এগিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সব ধর্মের সহবস্থানে সরকার কাজ করে যাচ্ছে। এখানে শান্তিপূর্ণভাবে সবাই যার যার ধর্ম পালন করবেন। আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে উপভোগ করবো।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পূজা আয়োজক কমিটি ও হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে একথা বলেন।

এর আগে দুপুরে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি প্রথমে সিলেটের মালনীছড়া চা বাগানের পূজামণ্ডপ পরিদর্শনে যান।

এরপর লাক্কাতুরা চা বাগান, কালিবাড়ী, বাগবাড়ী, কাজলশাহসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতারা অর্থমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় পূণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর সঙ্গে এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।