ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাংলাদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য সেলিনা আক্তার বানু বলেছেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতাও দিয়েছে আওয়ামী লীগ, অর্থনৈতিক মুক্তিও দিয়েছে আওয়ামী লীগ। সার, তেল আর ডিজেলের জন্য এখন এদেশের মানুষকে জীবন দিতে হয় না।

সন্ত্রাসীদের কালো থাবায় আর প্রাণ যায় না।

যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহীদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে বুধবার (২১ অক্টোবর) বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

এতে প্রধান বক্তা হিসেবে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচারে ফাঁসির রায় হয়েছে। অবিলম্বে রায় কার্যকর করে বাংলাদেশের মানুষকে কলঙ্কমুক্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়ন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ায় দেশের ১৬ কোটি মানুষ এখন সুখে শান্তিতে আছে।
 
তিনি বলেন, এখন দেশের মানুষ সার, বিদ্যুৎ ও ডিজেল পাচ্ছে। বছরের শুরুতে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। অথচ জামায়াত-বিএনপি জোট ক্ষমতায় আসার পর দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছিল।

শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন তিনি।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাইলা আরজুমান শিলা এবং গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সাহানা ইসলাম শান্তনা।

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, কাথুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।