ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
চৌদ্দগ্রামে পেট্রোলবোমায় ৮ হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে পেট্রোলবোমা মেরে আট যাত্রী হত্যা মামলার আসামি মো. হাসানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার আঠগ্রাম রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।



হাসান উপজেলার দক্ষিণ ফাল্গুনকরা গ্রামের আবুল কাশেমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ বাংলানিউজকে জানান, তিনি এ মামলার ২১ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরো ১৭টি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। রাতে তার বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে আট যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন আরো ২০ যাত্রী।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।