ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপি ও জাপা নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ময়মনসিংহে বিএনপি ও জাপা নেতাদের পূজা মন্ডপ পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।

বুধবার (২১ অক্টোবর) রাতে শহরের দুর্গাবাড়ি ও শিববাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।



প্রথমে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ দুর্গাবাড়ি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় শহর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রানা, কেন্দ্রীয় যুবদল নেতা শাহ শিব্বির আহমেদ বুলু, মহিলা দল নেত্রী মলি, জেলা ছাত্রদল নেতা জিএস মাহাবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শহরের শিববাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদ। এ সময় জেলা জাতীয় পার্টি নেতা ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন, জেলা যুব সংহতির সভাপতি আবজালুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।