ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিদেশি হত্যায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
‘বিদেশি হত্যায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’ ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশি হত্যার ঘটনায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিদেশি হত্যার পেছনে বিএনপি-জামায়াতকে জড়িয়ে অমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।



সিঙ্গাপুর থেকে দেশে ফিরে বুধবার (২০ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিঙ্গাপুর থেকে যাত্রা করে রাত পৌনে ৩টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ফখরুল।

তিনি বলেন, বিদেশি হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে দেওয়‍া বক্তব্য সম্পূর্ণ অমূলক ও বিভ্রান্তিমূলক। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বিরোধীদলকে এসব বিষয়ে দায়ী করা এখন একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়ে সহসা দেশে ফিরছেন না বিধায় ক্ষমতাসীনদের নানা সন্দেহ প্রকাশের ব্যাপারে ফখরুল বলেন, এটাও অমূলক সন্দেহ, তিনি অবশ্যই ফিরবেন এবং খুব শিগগির ফিরবেন। তিনি চিকিৎসায় আছেন। চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শক্রমেই ফিরে আসবেন।

ফখরুল জানান, তার নিজেরও স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে খানিক উন্নতির দিকে। তিনি আশা করছেন সামনে ‍আরও উন্নতি হবে।

গত ১৬ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২১০৫
এনএইচএফ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।