ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৪ উপ নির্বাচন

চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

টাঙ্গাইল: জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।


 
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (গামছা), বিএনএফ মনোনীত প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) এবং ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত প্রার্থী ইমরুল কায়েস (আম) প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় সব প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।
 
রিটার্নিং কর্মকর্ত বলেন, ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু হবে। এজন্য সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপ-নির্বাচন শতভাগ অবাধ ও সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।